তোমার সাথে মিলনের অপেক্ষায় -
না জানি কত জন্ম পেরিয়ে এলাম।
কত অযুত মন্বন্তর শূন্যে হাতরে
তোমাকে পেলাম।
তোমাকে পাওয়ার পরে দেখি-
তুমি আমার অতবড় কল্পনার
কল্পপুরুষই ভালো।
কল্পপুরুষের সাথে যখন ইচ্ছে
গল্প করা যায়।
ইচ্ছে করলেই হারিয়ে যাওয়া যায়
অনন্ত ব্রহ্মান্ডের অজানা
স্বপ্নের কোন স্বর্গে।
পৃথিবী নামক গ্রহে
মানুষ মানুষের সাথে এখন আর
প্রেম করেনা।
এখানে মানুষের প্রেম কর্মে, কর্তব্যে
অথবা অন্য কিছুতে।
তোমাকে পাওয়ার আগে
ভাবতাম -তুমিও হয়ত আমায় এমনি করে খুঁজছো।
আসমান-জমিন এক করে খুঁজেছিলো যেমন
আমার অতৃপ্ত আত্মা।
তোমাকে পাওয়ার পরে দেখি
তুমি আমার মত অতৃপ্ত ছিলেনা।
তুমি আমাকে বললে
"যা আজ তোমার কাল তা অন্য কারো ছিল
পরশু তা অন্য কারো হবে
সেটাকে তুমি নিজের ভেবে প্রসন্ন হচ্ছ
এই প্রসন্নতাই তোমার দুখের কারণ"।
আমি দেখলাম তুমি উজ্জ্বল থেকে
উজ্জ্বলতর হচ্ছ।
আমি আবার ছিটকে পরছি
তোমার থেকে শত সহস্র যোজন দূরে।
অন্ধকারে।
আমিও আলো চাই আমায় আলো দাও।
হে অবিনশ্বর আমাকে তোমার সাথে নাও।