নির্বাসিত লেখকের একূল ওকূল
কি উঠে আসে কলমের মাথায়...
ঠিক -ভুল বলে যার নেই পরিচয়।
জন্ম থেকে স্বাধীন লেখনী
বলে যায় আপনার কথা।
বলে যায় - ভালোবাসা, ভালোবাসি
ভালোবাসা নিজেই পরাধীন।
স্বাধীনতার গান সে গায় কি কখনো!
তাই লেখক তার লেখনী ছাড়া
আর কারে বাসে কি ভালো!
আর কারে দিয়াছে কি মন?
যদি দেয়, তবে সে লেখক তো না
সে তো শুধু আমার এ মন।
জনমে জনমে যুগে যুগে শুধু
প্রেম খুঁজে ভগবান।
আমি তো ছাড়!
প্রেমে তুষ্ট বিশ্বের নিদান।
অহরাত্র ঘুরে ফিরে কোথা প্রেম
কোথা ভক্ত পুঁজিছে তাঁরে।
সমস্ত প্রকৃতি যারে প্রেম করে
কোথা সে কোথা কোন অমৃত কাননে।
বিশ্ববিধাতার পুজা ভুলিয়া এ মনে
যারে আজ পুজেছি একান্ত গোপনে।
চর্মচক্ষে দেখিনাগো
রলে কোন দূরে।
কোথা প্রেম কোথা প্রেমি কোথা সে
হে অনন্ত বিজয়ের রথ
দিবে কি ধরা!
বাঁজাবে কি বাঁশি?
আর কতকাল আমি রব গৃহহারা!