আমি শ্রমিকের দলে, শোষিতের দলে।
যুগে যুগে আমি বঞ্চিতের দলে।
বুভুক্ষের দলে আমি।
তোমারা সোনার জুতোয় মারিয়ে যাও
আমি পথের পাশে পরে থাকি।
আমি ঘামে ভেজা ইউনিফর্মে-
কাজ করে যাই দিনরাত।
তোমরা এসি এসি বলে চিৎকার করো।
আমার কাছে সেসব প্রহসন।
এই গ্রীষ্মের উত্তপ্ত গরম
আমার গায়ে লাগে না।
আমি শ্রমিক, আমার পুরু চামরা।
সূর্যের শক্তি কোথায়!
আমায় পোড়ায়!
আমি শ্রমিক, আমার বাক্য নেই, শব্দ নেই
আছে শুধু বোবা কর্ম।
আছে মৃত্যু, আছে উন্মাদ ছুটে চলা।
তুমি অট্টালিকায় এসি রুমে বসে -
আমায় শুভেচ্ছা জানাও!
আমার পাওনা ছুটি তুমি ভোগ করো?
হা হা হা
আমার রক্তে, ঘামে দাঁড়িয়ে আছে তোমার প্রাসাদ।
আমি ২০ তলা থেকে ঘুরির মত পরে যাওয়া সেই শ্রমিক,
যার রক্তে ভিজে আছে এখনো কলোনির চত্বর।
আমি উন্মত্ত নদীতে উজান বাওয়া মাঝি।
আমি উন্মাদ সমুদ্রে ঝড়ের কবলে
ডুবে যাওয়া সেই নাবিক।
আমি স্থল, নৌ, বিমান বাহিনীর সেই
দু:সাহসী যোদ্ধা।
আমি পথের ধারে মাটি ভাঙার সেই নারী।
আমি মাথায় ইট তোলা, শিশুটিরে সাথে লয়ে
সেই রমনী।
আমি ৫০ জন রোগী নিয়ে ঘামে রক্তে ভিজে
উদ্ভ্রান্ত ছুটে চলা সেই নার্স।
আমিই দিনরাত এক করে কামলা দেওয়া গৃহিণী।
আমিই সেই কিষাণ
যে এই কঠোর রোদে ফসল ফলাই।
আমি সেই কামলা
যে প্রতিদিন জড়ো হয় বটতলা মোড়ে।
তোমার পছন্দ মত যাকে তুমি কিনে নিতে পারো।
তুমি কি চিনেছো আমায়?
আমি আমি আমি সেই।
জানাও, জানাও আমাকে শুভেচ্ছা।
জানি পরদিন ই এসে পায়ের তলায় পিষে যাবে।
সামান্য কিছুতে করবে হম্বিতম্বি।
তবু আজ তো জানাও শুভেচ্ছা আমায়।