সবকিছু  ভেঙে দিয়ে যায় দমকা বাতাস
ঝড়ের মতো অন্ধকার আর কিছুতেই যেন নেই
আমাকে কেড়েছে যে ঝড় সেই তো অন্তরা আবার!
কতদিন-কত রাত স্বপ্নে বিভোর তবুও থেকেছি ভুলে
আবার পেছনের দরজা খুলে
তুমিই ছিলে আমার কবি জীবনের মূলে।

মেঠো পথের ধারে যদি দেখা হয় আবার
পারবে কি কবিকে চিনবার?
সেই তো আলোর কিরণ হয়ে কেমন আছো ছিল শুধাবার।
মহা-পৃথিবীর পারে যদি আবার জমে শোকের চর
পাথরের ঘর,ভেজা কম্পিত অধর
তবুও কি ভুলে যেতে হয়?
কিছু পরিণয়,কিছু পরিচয়,
জমে থাকা ভয়।

ঠিক যেন কুয়াশার মতো
হেমন্তের ঝরা পাতার মতো ঝরে যাবো একদিন
যেমন করে ঝরে যায় প্রতিটা দিনের স্বপ্ন-ঋণ
যেমন করে বাঁজে বিদায় বেলার বীণ
সেই তো আবার অন্তরা!
কত নারীতে খুঁজেছি তোমায়
অতৃপ্ত হৃদয়ের বোধ
তুমিই ছিলে আমার অদ্বিতীয়া।