সিন্ধু মহাসিন্ধু পেরিয়ে
ধূলিমেঘের আড়ালে ঢেকে থাকা সূর্য
ঘুমন্ত শিশুর মতো নুইয়ে পড়েছে আলোকরশ্মি
দিগন্ত জুড়ে গাঢ় রাত্রির অন্ধকার
কালো কাকে ছেয়ে গেছে পৃথিবী
বাতাসে বাতাসে কিসের কানাকানি
মৃত মানুষের মিছিল বের হয়েছে আবার
মৃত কঙ্কালের ও ছিল কিছু দাবি-দাওয়া
সমাবেশ হবে,বেজে চলেছে সংগীত-কনসার্ট
কালের জমা লিপিতে কিছু কথা অন্তত থাক
পৃথিবী বড় অসহায়,ছেয়ে আছে কালোকাক!
কফিনে মোড়ানো লাশ,চিতায় পোড়ানো লাশ!
শ্যামল নিসর্গ সৌরভ এখন আর নেই কিছুতেই
সেখানে এখন শোকার্ত লাশের কীর্তন-ধোঁয়ার
পৃথিবী এখন নয় জীবিতের জন্য কেবল আর
আমি চেয়ে আছি অনন্ত মহাকালের দিকে তাকিয়ে।