দু:সহ জীবনের মানে খুঁজি আগ্নেয়গিরির ভস্মীভূত ছাঁইয়ে
প্রতিটি রাত্রি ক্ষুধার যন্ত্রণায় কাটে যুদ্ধের দিনগুলিতে
আষ্টেপৃষ্টে ঘিরেছে শকুনের কড়া নজরদারি
নিজের ঘরেই মধ্যেই খুঁড়েছি নিজের কবর।
কণ্ঠ স্তব্ধ করার জন্য কারারুদ্ধ করা হয়েছে জাতির বার্তাবাহককে
আমার কবিতা কথা বলে একটি নব বসন্ত বিপ্লবের
হৃদপিণ্ডের রক্তোচ্ছ্বাসে বিভ্রান্ত মস্তিষ্ক স্বাধীনতার আশায়
কলমে আগুন জ্বলে ওঠে দুর্নিবার, মহাবিপ্লবী চেতনায়।
মৃত্যুশিলাতে আমাকে নির্বাসন দেওয়া হলেও কথা চলবে
জাতির পতাকাতে হাত লাগলে বিদ্রোহ চলবে তাৎক্ষণিক
নির্ঘুম রাত জাগা ফুলে ওঠা চোখ ও বিক্ষুব্ধ হতে শিখেছে
আর কতো রক্ত ঝরলে একটি নতুন আলোর সূর্যোদয় হবে?