সব পুরুষ একদিন প্রেমিক হবে
সব নারী হবে প্রেমিকা
সব কালো নারী একদিন লাবণ্যময়ী হবে
ভালবেসে সবাই ছোঁবে দুরন্ত চাঁদ
তোমাদের নিয়ে হবে কবির লেখা উপন্যাস
ঠিকঠাক মতো চলবে পাখিদের গান
মর্মর পাতার ধ্বনি
ক্রমাগত ট্রেন থামবে এক স্টেশন থেকে আরেক স্টেশনে
দীর্ঘ একাকীত্ব ভোগা মানুষও পেয়ে যেতে পারে কোন ঠিকানা
বাজারের সস্তা মেয়েটা পেয়ে যাবে মাতৃত্বের স্বীকৃতি
বিকালের রোদ্দুরে বসে গল্প করবে এক জোড়া শালিক
নগর ভ্রমণে বের হবে বাবেল নগরী তে জাদু শিক্ষা দানকারী দেবদূতেরা
প্রেমের দেবী আফ্রোদিতি স্বর্গ থেকে আসবে নেমে
রূপকথার পাতালপুরীর রাজকন্যা দেখা দেবে কোন রাজকুমারকে
সামুদ্রিক ঝড় মুছে দেবে নদীর তীরের যাবতীয় দূষণ
অন্ধ লোকটা চোখে আলো পাবে
বধির পাবে শ্রবণশক্তি
একদিন ভিখারি অর্থ ছড়াবে
জীবন জোয়ারে ভেসে উঠবে একেকটা দ্বীপ
সুদূর সন্ধানী জ্যোতির্বিদ পেয়ে যেতে পারে আরো কিছু নক্ষত্রের ঠিকানা
ঘুষ ছেড়ে দেবে সরকারি কর্মচারী
মাদক ছেড়ে দেবে মদপানকারী
সাদা চামেলি প্রেমিক তুলে দেবে প্রেমিকার খোঁপায়
মানুষ ছেড়ে দেবে যাবতীয় ফন্দি-ফিকির  
পৃথিবী একদিন কবিদের দখলে যাবে
কবিতা হবে পৃথিবীর প্রাণ
স্বার্থের টানাপড়েন নিয়ে হবেনা কোন বিবাদ
ধর্মে ধর্মে বিভাজন থাকবেনা
পরিশুদ্ধ হবে মানুষের হৃদয়
থাকবেনা আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা
থাকবেনা যুদ্ধ নামের খেলা
ধ্বংসযজ্ঞ,সন্ত্রাস,হত্যা
একদিন মানুষের সভ্যতা হবে,মনুষ্যত্বের সভ্যতা হবে
মানুষের পৃথিবী হবে
শ্লোগান, মিছিল,মিটিং,সমাবেশে ভাষণ দেবেন কবি
হিংসা-বিভেদ নিপাত যাক,মানবতা জিন্দাবাদ।