নদীর মতো ভাঙা চোরা পথ
থামবে নাকি সাদা রঙের রথ
খেয়া ঘাটে নৌকা আছে বাঁধা
আসবে হেঁটে বিরহী সেই রাঁধা।
খোঁপায় গোঁজা ঝুমকো লতার ফুল
বাতাস ওড়া এলো মাথার চুল
বলেছিলে কাচ পাহাড়ে যাবে
এরপরে তে আকাশ পানে চাবে।
জঙ্ঘার মাঝে খুঁজে পেলাম বন
গিরিখাতে তাকাই অনুক্ষণ
বুকের মাঝে পাহাড়ি এক টিলা
কষ্টের ক্ষতে যেন আগ্নেয় শিলা।
অন্তঃপুরে জুড়ে থাকা মেঘ
হঠাৎ করেই উঠে ঝড়ের বেগ
প্রতিশ্রুতি ভাঙা জোড়া তালি
ভাবছি বসে,ভেতর জুড়ে খালি।