আমার অনন্ত হৃদয় এখন ঘাসের চারা
আঁধারে ঢেকে থাকা চাঁদের মতো উঁকি দিয়ে যায়
গভীর আলোর রাতের মতো কুয়াশার চাদর
ভরা শ্রাবণের ঝর ঝর বৃষ্টি ঝরে চোখ বেয়ে
গাছের মতো শুধু ঠাঁই দাঁড়িয়ে দেখেছি আকাশ
চিলের ডানা বেয়ে রোদের ঝিকিমিকি আলো দেখি
সূর্য ম্নান হেসে বলে,আসবে যখন ডেকো
পাখির ঝরা পালকের মতো খসে বৃষ্টির মতো!
অবহেলার সেই বারোটি প্রহর কি করে ভুলি
নদীর মতো ক্ষয়েছে যে হৃদয় সে কীভাবে বাঁচে!
নি:শব্দ-মৌনতা ঘিরে ফিরে আসবে আবার ও!
প্রণয়-কলহে বিরহ বাঁশি বাঁজে জীবন জুড়ে।
নিশাচর হয়ে কতো রাত আকাশের পানে দেখা
কতো রাত জেগে নির্ঘুম প্রেমের কবিতা লেখা
সেইতো অন্তরা আবার;ফিরে আসবে বলেছ
মরিচিকার পিছে হন্য হবার দিন নেই আর।