নীলাদ্রি নীল পথ বেয়ে, চেয়ে থাকি প্রতিক্ষায়
নিস্তব্ধতায়,তোমার আশায়,ভেজা কাকের মতো ঠাঁই
ধূসর আলো ক্রমেই বিলীন হয়ে যায়,তুমি নাই,তুমি নাই
পদ্মদিঘির পাড়ে,মেহগনি বনে,তেঁতুলতলে,শিমুল তলে
কোথাও তুমি নাই।
আমার চোখের আঙিনায়,কতো কিছু আসে যায়
তবু তুমি নাই,হারিয়েছ কোথায়? কোন অজানায়।
ঠিকানা বদলে ফেলেছ নিশ্চয়,কতো পরিচয়
হয়ে যায় ক্ষয়,কতো স্মৃতিময়,প্রীতিময়,অনুনয়
মনে পড়ে যায়,স্মৃতির পাতায়,রঙিন খাতায়
আমি চিনেছি তোমায়,আর ডেকো না আমায়।
মিছে ভালবাসা,মিছে সব আশা,মিছে অভিনয়
সবিনয় নিবেদন করি তোমায়
আর এসো না,ভাল আর বেসো না আমায়
বজ্রাহত গাছের মতো,সিদ্ধ হওয়া মাছের মতো আমার পোড়া হৃদয়
আর বেসো না ভাল আমায়।