আকাশের সূর্যটা হেলে পড়েছে পশ্চিমে
এইতো ডুববে বেলা
রাশি রাশি স্বপ্ন এমনি ডোবে প্রতিদিন
কালের খেয়াতে লেখা কবিতা মুছে যায়
ধূসর আকাশ,বিঁধুর রাতের বিরহী প্রেমিকা
দরজা খুলে বসে থাকে প্রেমিকের আশায়
সারি সারি মেঘ চাঁদ কে আড়াল করে দেয়।
আমি থেকেছি লক্ষ যোজন দূরে সপ্ত পারাপারে
দেখেছি উদাস রাতে তুমিও কাঁদতে পারো
দেখেছি দুই হাত মেলে চেয়ে থাকো রাত্রির ভিড়ে
দিনকে তোমার বড় ভয়,লজ্জা,ঘৃণা,সংশয় মিথ্যে নয়।
বৃষ্টির শিহরণে মেতেছিলে যেদিন তুমি আমি হয়েছি বিস্ময়!
এতটুকু একটু কারণে ও ভালবাসা হয়
অভিনয় নয় পরিচয়
ঝুম বৃষ্টির সৃষ্টিতে অপূর্ব দৃষ্টিতে দেখেছিলে সাগরের চোখের জলের ক্ষয়
আমি জানি দিনশেষে এমনি হয়।