বেদনাবিঁধুর বাঁশি বাঁজে
ঐ মধুর লগনে
কতো স্বপ্ন এঁকেছি যতনে
মনে মনে

কে যেন ডেকে যায়
ক্ষণে ক্ষণে
মনে-প্রাণে
কে জানে
কতো মিতালী তার সনে।

কোন সে সুর যায় ভেসে
এই মনের মাঝে
শুধু বুকে বাঁজে
তাঁর বাঁশির সুর।

কেন জানিনা মন
আঁকে শুধু তাঁরে
সে কি বোঝে?
আমায় খোঁজে?

যার জন্য এতো ভালবাসা
এতোটা কাছে আসা
তবুও কেন এতো দূরে
রয়েছো হৃদয় জুড়ে
তবু কেন কান্না ভাসে।