ধূলি মাখা স্মৃতির আস্তরণে নিজেকে হারিয়ে
খুঁজেছি প্রিয়তমার মুখ,কিছু দুঃখ-সুখ
পোড়া বুক
রাতের নক্ষত্রেরা জানে আমার না বলা গল্প গুলো
প্রতিটা রাত আমি একেকটি কবিতা একেকটা নক্ষত্র কে উৎসর্গ করে লিখেছি,এখনো লিখছি
মায়াময়ীর ছায়া,লাবণ্য কায়া, আগলে রেখেছি
মূর্তি পূজক পুরোহিতের মতো সেই দেবীর আরাধনা করেছি
মরিচিকার পিছে ছুটে চলে জেনেছি প্রেম বলে কিছু নেই
সবকিছু ভ্রম,অলিক মায়া!
বিষাক্ত নিকোটিনের ধোঁয়ায় ফুসফুস বড্ড ক্লান্ত
সূরার নেশা ধরা চোখ ও বলে,'ছাইড়া দাও আমায়'
বললাম,'আমি ছাড়তে পারিনা,সবাই আমারে ছাইড়া যায়।
আপন ভাইবা যারে বুকে জড়ায়, সেই পালায়।'
অবেলায় থমকে দাঁড়াই, হাতটা বাড়ায়,স্মৃতির জানালায়
স্মৃতি আমারে জ্বালায়,পোড়ায়,উড়ায়,ঘোরায়,
খেলায়,দোলায়,ফেলায়,ওঠায়
আমি নিরুপায়!