লক্ষ্য প্রদীপ জ্বেলে চাহিয়া থাকি,
মনো পঙ্কির অজানা পথের পানের দিকে।
তাহার বিরহে ফুটিয়া ওঠে আখিঁ জল!
কোন সে দোষে ভাঙ্গিয়া দিলো মনো বোল।
দিয়াছে সে শত আশা ক্ষনিকের আভাসে,
মনের অন্তরাতে দিন রাত তারই ছবি ভাসে।
জীবনে প্রতিধ্বনি ছুটে আসে বার বার,
নিঃশ্ব হয়েছি পেয়ে ভালোবাসা তাঁর।।
বুঝিনু গোলাপের মাঝে থাকে শত কাঁটা।
শতকষ্টে কাছে পেতে সে পথে আজ হাটা।
পরিবেশে ফোটে আজ নানান প্রকার ফুল,
ভালোবাসি তোমায় আমি একি মোর ভুল।