সারাটে পৃথিবী জুড়ে
তোমার আজ নাম।
সুখ দুঃখে আনন্দে
তোমার গায় জয় গান।
সারা বিশ্বে আজ
তোমার গানেই ঝড়ে,
যেদিকে কানপাতি আর
যেদিকে যাই।
তোমার কন্ঠের গান,
আমি শুনতে পাই।
ভোরে ওঠে সারা প্রাণ
এতো মলীন তোমার গান।
পাখির কন্ঠেও গুনি
তোমার গানের স্বরের ধব্বনি।
পৃথিবী হয়েছে আজ
তোমার সুরে মহীয়ান।
গাই আজ তোমার গান
লাগে শুধু এক টান।
কিশোর কুমার তুমি
হলে যে মহান।
অমর শিল্পী তুমি
কিশোর কুমার।
তোমার গানে বাঁধা
ছিলো শত বার।
তবুও সেই বাঁধা তুমি
পেরিয়ে যে এলে।
শত্রুকে নাশ করে
চরম জবাব দিলে।
মৃত্যু পৃথিবী থেকে তোমায়
নিয়ে যাক যতই।
অমর হয়ে সবার মাঝে
থাকবে শত শতই।
মৃত্যুকে জয় করে
অমর যে হলে।
কুমারশানুর গানে তুমি
বিদায় যে পেলে।
সবার মুখে আজ
তোমার শুধু গান।
ভাবি সবাই চায়
তোমার শিষ্যের দান।
মুক্ত কন্ঠে স্বাধীন বিশ্বে
উঠেছে এক টান।
গানের কুমার কিশোরকুমার
গাই তাঁর গান।
আমারও তো সাধ ছিলো
শিল্পী হবার।
তোমার শোনা কত গান
গেয়েছি বার বার।
পারিনি তো আমি
শিল্পী হতে।
সুখ দুঃখে মানুষকে
শান্ত্বনা দিতে।
সুরের স্বর তুমি
গানেরী সাগর।
কামনা করি তোমার
হোক স্বর্গে ঘর।