যতোই তুমি ডাকো আমায়,
দিবো না সারা আমি।
সুখ ছেড়ে কি দুঃখের পথে,
মিছে পা বাড়াবে তুমি?
লাভ হবে কি তোমার কথায়,
ভাই যদি গো চলে যাই।
যতোই জাতের আঘাত হানো,
নিরবতায় চলতে আমি চাই।
রাজনৈতিক কারণে রে ভাই,
যদি ওরা সকলে থাকে চুপ।
মিছে কেন হে আমরা তবে,
রক্তের সাগরে দিবো ডুব।
রাম বলো তুমি শ্যাম বলো,
পরিস্কার যতোই কর নাম।
স্বার্থ লোভি পাষান গো তাঁরা,
কখনো দেয়কি তোমায় দাম।
বুঝবে যেদিন সেদিন রে ভাই,
আর পাবেনা খুঁজে পথ।
দেশদ্রোহীদের আতঙ্কটাকে বন্ধু,
সেদিন কে করিবে রথ।
ধন সম্পদ আর টাকা পয়সা,
পুড়ে হবে ঐ দিন ছাই,
সেদিন যদি কেউ পাশে দাঁড়ায়,
সে হল মোদের এই ভাই।
সময় আছে এখনো জাগো,
শক্তি গড় ভাই হাতে।
নিজে বাঁচুন দেশকে বাঁচান,
ভাই সুখে থাকবে তাতে।
14-08-2024,