ঐ গায়ের এক চাষার মেয়ে
রেশমী কালো চুল ।
চাঁদের মতো সোনা মুখ তাঁর
কিসের রঙিন ফুল ।
ফোলা ফোলা ফর্সা গালের
কচি মুখের মায়া ।
তার সাথে কে মাখায় গেছে
নবীন তৃষ্ণার ছোঁয়া।
জালি লাউয়ের ডগার মতো
বাহু দু-খান তার সরু ।
বুকে তাহার জোয়ারে ভোরা
ভাটা হয় না তরু ।
গোলাপ ফুলের পাপড়ির ন্যায়
ঠোঁটটি তাহার লাল।
নাকটি তাহার উঁচু পর্বত
দু-সাইটে তার ঢাল।
মায়ায় ভোরা চোখের পাতায়
মনটা হোঁচট খায়।
মুচকি মুচকি হাসি দিয়ে সে
এঁকে বেঁকে যায়।
দেখতে যেনো পোরির মতো
নুপুর বাজে পায়ে।
আলতা রাঙা দু-টি পায়ে
আলপনা আঁকা গাঁয়ে।
নামটি তাহার মাধবীলতা
থাকতো কুঁড়ে ঘরে।
বাবা ছিল এক গরিব চাষা
ভোদ্র লোক বটে ।।