মানব জীবন জন্মে ফুলের মতন,
নিষ্পাপ ভোরা তার সুন্দরও মন।
স্বপ্ন থাকে কত দুই চোখ ভোরে,
সূর্যের আলোতে সে রং ভোরবে।
প্রজাপতির মতো উদাসী হাওয়ায়,
ভেসে ভেসে চলে সে ফুলের ভেলায়।
হঠাৎ ঝড়ে ভেলা জলে ডুবে যায়,
দিশেহারা হয়ে মানব সাফল্য হারায়।
চারিদিকে এত পথ কোন পথে যাবে,
ভেবে ভেবে দিন যায় আর কেঁদে মরে।
পিছনে ভুল পথে মানব একটু যেতে,
খেতে না পারে সে তাই চলে সে পথে।
সারা জীবন তাহার সেই পথেই যায়,
ফুলের মত সুন্দর জীবন কোথায় দাঁড়ায়।
এভাবে মানব জাতি তাই হয় অমানব,
ভগবান লিখিয়া কি হয়েছে দানব।।
জগতে মানবজাতি বন্ধু শুধু এক টাই,
হিংসা বিভেদ ভুলে ভালোবাসা চাই।
মানুষ কাকে বলে মন,কিবা তার ভাব!
মানুষ কি মানুষ হয়, হয় তার স্বভাব।