নিঃসঙ্গ নই হে বন্ধু আমি,
চাহিয়া দেখো আপন মনে।
তোমার স্মৃতি জড়িয়েছে মোরে।
ভুলেছো তুমি হে ভুলেনি তারা,
জড়িয়েছে মোরে পিরিতির আনলে।
আধারে একা একা জাগিনি আমি,
জাগিয়াছে নিঃশ্বপাপ সে স্মৃতি ।
যখন তুমি কাঁদিয়েছো আমায়,
স্বর্ণলতার ন্যায় আকারে ধরেছে।
নিষ্ঠুর হয়ে চলে যায়নি তারা।
মলীন মন হয়নি তবুও পাষাণ,
দাগ কেটে রেখেছে এহৃদয়ে।
বিরহে আঁখি নয়ন বারি ঝড়েছে।
তবুও সঙ্গছাড়া হয়নি আমি,
এখনো তাদের ভাষায় গাই।
ভিন্ন বিচিত্র সাদের সুরাইয়া সুরে।
আমি কবি জানি কি তার ভাষা।
আমি রক্তে মাংসের মানুষ।
বার বার জাগে তাই পিরিতের আশা।