কবিতাঃ ভালোবাসা ১
লেখিকাঃ তন্বীদেবনাথ

ভালোবাসার কোনো রং নেই
নেই কোনো ভাষা,
যার কোনো তুলনা নেই
যেনো স্বর্গ থেকে আসা।
আছে শুধু গভীর আসা
যা নিয়ে সীমাহীন স্বপ্ন ভাসা,
দুচোখ ভরে স্বপ্ন আঁকা
স্বপ্ন নিয়েই বেঁচে থাকা।