কবিতাঃ ভালোবাসা ০৩
লেখিকাঃ তন্বী দেবনাথ
মনেরি অগোচরে কখন যে
তোমাকে আমি বেসেছি ভালো,
উত্তর খুঁজে পাই নি
আমি আজও।
হৃদয়ের বন্ধদ্বার
দিয়েছি খোলেলে,
যতন করে রেখেছি তোমায়
অন্তর মহলে।
হৃদয়ের আয়নাতে তোমাকে আমি
নিয়ছি যে দেখে,
স্বপ্নের পৃথিবীতে তোমাকে নিয়ে
স্বপ্ন রেখেছি আমি এঁকে।
মনটা যে কখন হারিয়ে গেছে তোমাতে
আমি নেই আর আমাতে,
মনের রঙ্গে তোমাকে সাজিয়েছি
ভালোবাসার পৃথিবীতে
তোমাকেই যে ভালোবেসেছি।