কবিতাঃ ভালোবাসা ০২
লেখিকাঃ তন্বী দেবনাথ

কতটা হাত বাড়ালে তোমার
বন্ধু হওয়া যায়?
কতটা আপন হলে তোমার
সুখ-দুঃখের ভাগ নেয়া যায়?
কতটা অনুভবে তোমার
হৃদয় ছোঁয়া যায়?
কতটা ভালোবাসলে তোমার
প্রেম পাওয়া যায়?