কবিতাঃ তুমি এলে
লেখিকাঃ তন্বী দেবনাথ

বসন্তের এক চিলতে মিষ্টি হাওয়ার মতন
তুমি এলে মোর জীবনে,
শতদলের মাঝে তুমি
স্বপ্ন গেথেঁ দিলে নয়নে,
মন বিনিময়ে মনটা তুমি নিয়েছ কেড়ে
শুন্য হৃদয় সিন্দুক দিয়েছ ভরে।

হাওয়া বদলের মতন তুমি
জীবনটা দিলে বদলে,
এক ঝলকে আধাঁরি মনেতে
আলো দিয়েছ জ্বেলে,
মন পবনে মনটা ভাসিয়ে নিলে
অজানা-অচেনা স্বপ্নপুরিতে,
অর্হনিশিতে মাতিয়ে দিলে মনটা
অমোঘ স্বপ্ন-সুদূরের ঘোরেতে।

বুকে জড়িয়ে নিলে অতি আদরে প্রেমাচাদরে
মনটা সুখে ভরিয়ে দিলে,
প্রেমের এই কোন অজানা সুদূরে।
তোমার প্রেমজ্যোতিতে উদ্ভাসিত করলে
আমার এ হৃদয়,
অজানা- অচেনা আমাকে
করে নিলে জয়।

মনক্রন্দন কাঠিন্যের মাঝে
ফোটালে এক রক্তলাল পদ্ম,
শ্রাবণের মতো ঝরে যাওয়া জীবনে
দিলে এক মহীয়ান প্রমের জন্ম।