কবিতাঃ সংসার
লেখিকাঃ তন্বী দেবনাথ
অসার সংসার সাগরে
শুধুই নিজেকে ডুবাইয়া মারলাম
কভুও তো নিজের পানে
ফিরে না চাইলাম
বিনিময়ে তারি আমি
কি-ই বা পাইলাম
মায়ার এ সংসার
বড়ই যাতনাময়
তিলে তিলে নিজেকে শুধুই
শেষ করে দিতে হয়
হিসাবের খাতা খুলে দেখো
ফলাফল শুন্য
সকলের কাছে অবশেষে
তুমি বড়ই তুচ্ছ নগণ্য
বেলা শেষে প্রাপ্য শুধুই
ধোঁকা আর অবহেলা
সকলের কাছে তুমি যেনো
বড়ই ভার - বোঝা আর ঝামেলা