কবিতাঃ অপেক্ষা
লেখিকাঃ তন্বী দেবনাথ
বাঁধভাঙ্গা চাঁদের আলোয় পূর্ণিমা হাসিল
স্বপ্নের সাগরে তেপান্তরে জোয়ার- ভাটা উঠিল
বৃক্ষ শাখায় শাখায় ফুল যে ফুটিল
কৈশোর শেষে যৌবন ও পদার্পন করিল
মন কোকিলা বসন্তের আভাসে গান যে ধরিল
পাখনা মেলে নীলাকাশের বুকে কোন সুদূর চলিল
মনমালি এখন ও তোমার কোনো দেখা সাড়া নাই
আমি কি একাই তবে শীষ ইশারা দিয়ে যাই
ফাগুন পূর্ণিমা যৌবন তবে কি আসিল বৃথাই
তবে কেন যৌবন চঞ্চলতায় মুখরিত চারিপাশ
যদি তোমার না পাওয়া যায় কোনো সাড়া আভাস
ছড়াল বৃথাই ফাগুনের সুভাষ
তারুন্য চঞ্চলতায় মনপ্রাণ হয়ে উঠিল ব্যাকুল
নাই যদি আসো তুমি কেন তবে
মনে ফুটিল প্রেমের ফুল
তোমারি অপেক্ষায় আজ ও আমি রয়েছি অধীর
কবে তোমার সাড়ায় চঞ্চলিত হইবে সমীর
তোমার জন্য জীবনভর করিব আমি প্রতীক্ষা
যতদিন না পাইব আমি তোমারি দেখা
আমার এ মনে তনে শুধু তোমারি অধিকার
কখনো যাইব না ভুলে আমার এ অঙ্গীকার
মনে দোলা দিয়ে উঠিছে যেন তোমারি প্রেমের ঝংকার
সাদরে গ্রহণ করিব আমি তোমার প্রেমেরি উপহার