কবিতাঃমনপাখি
লেখিকাঃ তন্বী দেবনাথ

মন পাখিটা কভুও তো
থাকতে চায় না খাঁচায়,  
তবুও তারে আটকে রাখিস
বলনা কোন আশায়?

কখন যে সে যাবে উড়ে
এই ভাবনাই সে করে,
বনে উড়ার স্বাদ পেলে কি আর-
খাঁচায় পড়ে মরে?

উড়তে চায় সে ডানা মেলে
ঐ সুদূরের গাঁ,
কখনো তারে রাখতে পারবি না
খাঁচায় করে আটকা।

খাঁচায় তারে আটকে রেখে
করিস না কোন ভুল,
মুক্ত আকাশে ডানা মেলে
খেতে দে তারে দোল।

মন ভরে তারে গাইতে দে
স্বাধীনতার গান,
তবেই তোর আর আনচান আনচান
করবে না তো প্রাণ।

কি জানি তুই কোন ভাবনায়
তারে রাখতে চাইছিস খাঁচায়,
কোন ভাবনায় দিন কাটিয়ে
জীবনটারে ঘিরে দিচ্ছিস শুণ্যতায়।