কবিতাঃ মৃত্যু
লেখিকাঃ তন্বী দেবনাথ
মৃত্যু মানে কি? জানো কি সবাই,
মৃত্যুর সময় তো নির্ধারিত
জীবন প্রবাহের সময়টুকু
ধার্য করা তাই।
অনেকের মাঝে মৃত্যু নিয়ে
আছে গভীর ভয়,
তবুও তো সবাইকেই
পরপারে যেতে হয়।
বিধির লিখন খন্ডাতে
আর কে পারে?
সকলকেই একদিন যেতে হবে
মৃত্যুর দুয়ারে।
জীবন হলো ক্ষণস্হায়ী
জোয়ার এর মতো,
এই দুনিয়ার সবার কাছেই তা
হয়ে আছে জ্ঞাত।
এই যে মানুষের জীবন নিয়ে
কত কি যে ভাবনা,
তবুও তাদের জন্যে হবে
মৃত্যুই উৎকৃষ্ট সাধনা।
জীবনটা সবার ঢাকা থাকে
মৃত্যুর কালো চাদরে,
কেউ তারে ঠেকাতে না পারে
দিয়ে কোনো বাঁধারে।