কবিতাঃ লীলাতুর পৃথিবী
লেখিকাঃ তন্বী দেবনাথ
লীলা সাধনার পরম্পরায়
ব্যস্ত এই পৃথিবী,
কি যে এই লীলা?
বিশ্বভুবন জুড়ে বয়ে চলা,
লীলা বৈচিত্রময়ী এই এলোমেলো খেলা।
আটটি প্রহর জুড়ে
আবহমান বয়ে চলা,
লীলা খেলার এই মেলা।
সাধ্য কি তার করবে হেলা
এই লীলাময়ী বৈচিত্র খেলা,
লীলা খেলায় যে পৃথিবী এক
অসহায় অবলা।
লীলা খেলার মাঠ এই পৃথিবী
লীলার রঙ্গে রাঙ্গা,
এই পৃথিবী মায়াবী।
নিয়মিতই দেখা যায় তার
নিত্য নতুন লীলারূপ ছবি,
লীলাহীন ব্যর্থ লীলাময়ী
বিচিত্র এই পৃথিবী মায়াবী।
লীলাতেই পৃথিবী রোজ
খেলে যায় হোলি,
লীলা বক্রময়তায় আঁকাবাঁকা
পৃথিবীর গলি।
পরিপূর্ণরূপে পৃথিবীতে
ফুটে উঠে লীলারি কলি,
পৃথিবীর বুকে লীলা হলো
বারোমাসি অলি।
লীলাতুর পৃথিবী মায়াবী
লীলা উর্বরতার পলি,
তাইতো এই পৃথিবীকে
মায়াবী বিচিত্রা লীলাময়ী পৃথিবী বলি।