কবিতাঃ ক্ষমা
লেখিকাঃ তন্বী দেবনাথ

অন্যায় করা সত্ত্বেও যদি
অন্যায় মওকুফ হয়,
তবে সেই শব্দটি
ক্ষমার রূপ লয়।
      দুই অক্ষর বিশিষ্ট এই
       ক্ষমা শব্দটি,
       মনের মধ্যে করে থাকে
        অনুতপ্ত আর বোধের সৃষ্টি।

সচরাচর দৃষ্টিগোচর
হয় না এই ক্ষমা,
সত্যিকারার্থে যে কিনা
সর্বোত্তমা।
     যার মধ্যে ক্ষমা থাকে বিদ্যমান
    সত্যি সে উদার মহান,
    তাইতো ক্ষমা এক মহৎ গুণাবলী
     বিজ্ঞব্যক্তিদের মুখে শুনা যায়,
     এইরূপ কথার গল্প ঝুলি।