কবিতাঃ কর্মক্ষেত্র
লেখিকাঃ তন্বী দেবনাথ
সালঃ০৬/০৯/১৩
সময়ঃ ৭:৩০pm-৮:০০pm
মৃত্যু নামের রং তুলিতে
জীবন খোলস আঁকা
কর্মক্ষেত্রের এক অনুপম বেষ্টনীতে
জীবন শব্দটি ঢাকা
কর্ম নামের চিরায়াত এক
সত্য পালনে
জীবন মেলে দেয় তার পাখা
এই দুনিয়া কর্মক্ষেত্র তৈরির এক
অনবদ্য শাখা
জন্ম আর মৃত্যু
একে অপরের পরিপূরক
একটি ব্যতীত অপরটি
হতে পারে না সম্পূরক
জন্ম-মৃত্যুর সাথে
কর্মের ও রয়েছে এক
অবিচ্ছেদ্য সম্পর্ক
এই বিষয়ে নেইতো কোনো
সন্দেহ বিতর্ক
জন্ম আর মৃত্যু এই দুটো শ্রেণির
একটিই ভাষা
কর্ম তৈরির উদ্যোগেই
পৃথিবীতে আসা
পাপস্হান- পূণ্যস্হান
কর্মের মাধ্যমে বাছাই
ভালো- মন্দ- কে - কে কতখানি
চূড়ান্তভাবে করতে পারে যাচাই