কবিতাঃ জীবন
লেখিকাঃ তন্বী দেবনাথ

সুখ-দুঃখ কে জীবন
করে আলিঙ্গন,
এই ভুবনে বেঁচে থাকার
প্রতিটা ক্ষণ।
সুখ-দুঃখ উপভোগ করার
জীবন একটা রূপ,
উভয়েই প্রতিক্রিয়ার
সৃষ্টি করে বিরূপ।

সুখ-দুঃখ পার্থিব নিয়মানুবর্তীতে
আবদ্ধ ঋতুচক্র,
সুখের অবস্হান সরল
দুঃখে যেনো দণ্ডায়মান বক্র।
উভয়েই গমনাগমন
করে না সরলবিন্দুতে,
সর্বত্রই যেনো থেকে যায় এঁরা
দুটো রেখার বিপরীত প্রাতে।

সুখ বুঝি জীবনে আসে
স্বাভাবিক হয়ে,
দুঃখ কি আসে তবে?
গ্লানি হতাশার রূপ নিয়ে।
প্রায়শই সুখের আগমন
হয়ে থাকে ক্ষণকাল,
অধিকাংশ দুঃখ আবার
থেকে যায় চিরকাল।