কবিতাঃ আত্মজিজ্ঞাসা               সালঃ ১৬/০৪/১৪
লেখিকাঃ তন্বী দেবনাথ
                                     সময়ঃ ৭:০০ pm- ৭:৩০pm
নিজ সত্ত্বাকে প্রশ্ন করো,
আসলে তুমি কে?
কোথা হতে জন্ম নিলে?
এই ভুবনেতে।
     অন্তিম আশ্রয়ে খুঁজবে ঠাঁই,
      কার চরণেতে?
       মন-প্রাণ সপে দিবে,
       কার পূজোতে?

কার ইশারায় সৃষ্ট তুমি,
কি-বা তাৎপর্য প্রকাশে?
কার সন্তুষ্টির ঘটে প্রকাশ?
এই জগৎলীলা অভিলাষে।
      ক্লেশ- আনন্দের সমন্বয়ে,
      এইরূপ জীবন প্রাপ্তি।
      কোন বা পথে হবে তোমার?
      নিত্য দিনই ব্যাপ্তি।

কার স্তুতি করবে তুমি,
কোন বা পূজ্যজনের?
কে বা গুরু হবে তোমার?
পরম ব্রক্ষ্ম অর্জনের।
     কোন আদর্শে চলবে তমি,
      কি- বা আবশ্যক নিমিত্তে?
       এ জীবন চালিত হবে,
        কি- বা মাহাত্মে।