মন যার বরষার বৃষ্টির পর স্বচ্ছ আকাশ
বারবার সে আকাশ ছুঁতে চায় মন।
হেমন্তের ধান ক্ষেত, চড়ুইয়ের ঝাঁক,
সেইখানে খেলা করে আপনার জন।
খেলুুক শালিক মনে
আমার যে ভরল না প্রাণ,
এইবেলা সূর্যের টিপ পড় তুমি
গায়ে মেখে বাতাসের ঘ্রাণ।
ঠিকঠাক অধরের নিচে,
যেখানে তোমার প্রিয় চুম্বনস্বাদ,
পড়ে আছো সেইখানে কাককালো তিল,
কিছুটা আমার তুমি বাকিটা অমিল।
ভাল আছো তিলত্তমা?
অবক্ষ ভাললাগা নিয়ে ভাবলাম কত শতবার,
তোমায় কি দেব উপহার?
কি হই তোমার আমি?
কোন বেড়াজালে আবদ্ধ আমাদের বেলা,
না হলো সে প্রেম না হলো ছেলেখেলা।
একবাক্যে আমাদের বন্ধু কি বলা যায়?
কতটা সঠিক?
হয়তো বন্ধুর বেশে চাতক প্রেমিক।
যেখানে পাখির মত আত্মার ডানা মেলা,
তোমাকে যায়না বলা,
তোমার জন্য কোন গোলাপ হয়নি তোলা ,
জীবিত জীবন ক্ষণে, প্রেমিক মৃতপ্রায়,
আমার বেদনা মনে, তোমার সানাই।
মুখে সব সেইখানে বলবার ভাষা,
ঝরে যাওয়া শুকনো পাতার মত
সবটুকু প্রেম কখনই কুড়োনো যায়না,
না কোন প্রেমিকের মন না কোন আয়না।
এমন যে কসাইয়ের করাতের মত,
কোন কোন চড়ুইয়ের চৈত্রের মাঠ,
কোন কোন প্রেম হয় কমাতেই শেষ
শেষ পাতা পড়া হয় না।
ভাল আছো তিলত্তমা?
০৩/০১/২০২২