(১)
শরৎ বাবু, তোমার মহেশ আজও অভুক্তই আছে।
ছাওয়া ঘরের খড় কি বিচালি,পতিত জমির ঘাষ,
আজও কপালে জোটেনি তার।
গফুর তোমার মরেছে মনস্তাপে।

শরৎ বাবু, তোমার মহেশ আজও অভুক্তই আছে।

জেনে যাও অমন নাঙ্গল ফলার আঘাতে,
মরেনা মহেশ।
ওরকম আঘাত সে সয়েছে আজন্মকাল।
ও তীর তুমি পাল্টে নিও শরৎবাবু।
০৭/০১/২০১৯

(২)
বলছি আদর্শলিপির পাতা থেকে,
মরে যাবার আগে সে কেবল
একা এক বই ছিল।

তাকে মনে রাখার দায় ছিলনা কারো।

তাই আজ লিপি আছে,
জোঁকের আদর্শে এখন কেবলই বিধি।
০৭/০১/২০২০

(৩)
যার যা খুশি চাইতেই পার রেখোনাকো প্রত্যাশা !
যা আমি পাইনি তাই দেব আমি! শপথের কাছে দেনা?
আমি যে দেখেছি বিদ্বেষ আর দুচোখে মাখানো ঘৃনা!
ঘৃনাচর্চা’র মাতন দেখেছি, বিদ্রুপ দামে কেনা।

বদলের সুর বাজাও তুমি, কে আছ সাহসী বীর।
খুলে যায় যদি নরম পায়ে এঁটে বসা জঞ্জীর,
তোমার স্মরণ আমার অহংকার ।
০৬/০১/২০২০

(৪)
আলাপ চলে ঠোঁটে-ঠোঁটে  ,
বিষ ঢেলে যায়
চোখের বিষের চোটে।
২০/০৭/২০০২