সব পায়ে প্রণাম করতে নেই,
ছুঁতে নেই যে কোন হৃদয়,
অকাতরে দিতে নেই পাদস্পর্শের অধিকারও,
ওতে পাপ হয়।
দিনমান পদাঘাত শেষে
অশ্রুহীন কথিত ফল্গুনদীর মত চোখে,
মরাকান্নায় মেতে,
যে কোন ফুলের মালা দিওনা আমার চিত্রপটে ।
ওতে শ্রদ্ধার শেষকৃত্য আমার,
অপবিজ্ঞাপনের ছোঁয়ায় অপবিত্র করা হয়।
আমি ক্লান্ত হয়ে পরি দূর্গন্ধে।