তোর কোলে থাক পদ্ম পাতার জল।
মুখ ডুবালে দেখবি অবিকল শান্ত কোন নদী।
রেসের মাঠেও ঘুমিয়েছিলাম যেমন, শান্ত কত,
ঘুম ভাংগানি তর্ক করিস না।
হাতির মাথায় নাইবা থাকুক মতি,
সাপের মাথায় নাই বা থাকুক মনি,
অযথা সাপ হাতি মারিস না।
শান্ত থাকিস ক্ষণস্থায়ী জলে।
তোর কোলে থাক পদ্ম পাতার জল।