আজ আমি ভিখারি বলে তোমার হলো না দয়া!
কেন প্রেমে মেলে না আশ্রয়?
প্রেম তুমি প্রেমিকের ভাষা, বিনামূল্যে পূর্ণ সাশ্রয়!
প্রেম তুমি পোষাকি দেবতার ভদ্র মুখোশের ঝোঁক!
ময়দানবের মুখ,
রক্তের দামে কেনা পরজীবি জোঁক!
প্রেম মানে একান্ত আপন আলয়ে,
প্রিয় কারো টুটি চিপে ধরা!
মরিবার পর কিছু অবসর, বিষন্ন শোক!
প্রেম মানে একান্ত কারো অধিকার
নিতান্ত ভালবেসে অন্যকে দিয়ে দেয়া,
প্রেম মানে অনেক কাছের বঞ্চিত মানুষের স্রোত,
চোখা বল্লমে কানা কলজেটা খুবলে খাওয়া!
অতঃপর মরিবার পর প্যান্ডেলে মায়াবী ভাষণ!
প্রেম তুমি অতি পর কোন এক রাজার শাসন!
নিরীহ হরিণীর পিঠে চাবুক চালিয়ে যাওয়া!
প্রেম মানে ভয়ঙ্কর একদল প্রেমিকের ছোঁয়া!
জাগতিক জঘন্য জঞ্জাল ঝোপে,
রক্ত আগুন কোপে,
শিতের সকালে ওঠা ঘর পোড়া ধোঁয়া!
জীবনের সবচেয়ে অবাক বিষ্ময়।
না ভিখারি, না কাঙালীর একান্ত আশ্রয়!
০৫/০১/২০২২