- ভালো আছিস তো বু'জি? ছুয়াল্ডা খ্যাতেত যায়;
ভাই কি সদাইপাতি আনে; ঘরে?
সত্যি বুজি বারবাড়ন্ত সংসার তোর!
মাইয়াডা নাইওর আনবি না রে বু'জি?
নাতিডারে দাখি নাই; কত্ত দিন, পরানডা পোড়ে ,
ছুয়ালের বিয়ে, দিবিনে; অমন সুনার ছুয়াল তোর…।
বুজি, দুক্তা পাতা আছে, পান আছে বু'জি?
দু'গা বেশি করে দিস।
হাটবার তিন দিন পর, দে না লো বু'জি …।
- বুন্ডি, তোর ভাই এর কথা কি-ই কবো,
সদাই তো আনে;
পান কি দুক্তার কথা খালি ভুলে যায়,
খালি ভুলে যায়।
পুলাডাও হইছে তেমন; কয়, পান খাতি হবি না,
দুক্তায় কাশি হয়।
- না রে বু'জি, পুলাপান আর মানুষ হলো না,
বুড়া মার দিক খিয়াল রাখা তো লাগে; নাকি?
সখ কি আল্লাদ বুলে কথাখান আছে তো।
ভাইয়েক কি আর এমন কবো,
নিজির বউডারে যদি সুহাগ কইরে দুক্তা-পান
না আইনে দিলাম, তালি আর কিরাম রঙ্গ কিরাম রস!
নাকি, কি কইস বু'জি? তালিপরে, আসিগে হ্যাঁ।
০১.০৩.২০২২