সাদা শাড়ীতে তোমাকেও বেশ মানাবে,
একদিন ভোরে যখন হেঁটে বেড়ানো মানুষটা আমি
আর উঠবনা আলস্যে বিছানা ছেড়ে।
নাটক ভেবোনা।
ততক্ষনে আমার শক্ত শরীর আর ভাঁজ ভাংগে না।
শাদা শাড়ীতে তোমাকেও বেশ মানাবে।
তুমি যদি মর !
আচ্ছা যাও পরের বার বরাবর...
এখনও আমার মনে রুপসী অপ্সরা রমনীর স্বপ্ন আছে,
অন্ধকারে কালো হরিণ ধরার তাড়া আছে।
মোটা দাগে আমাদের মিলিত জীবন জিতুক!
তুমি যদি মর!
আমিও না হয় দুদিন চুল আঁচড়াবোনা,
কাঁদোকাঁদো মুখ করে গুনগান গাইবো তোমার,
সাদা জামা পড়ব,
পকেটে থাকবে টুকটুকে লাল রুমাল।
ওটুকুতে উঁকি দেবে আমার বর্নালী অনিশ্চিত ভবিষ্যত!
আমি বললাম,
মিছামিছি গালি দিও না প্রিয়াত্মা,
এইতো ভাল,ভালবাসায় মিথ্যাচার করতে নেই।
তুমি বললে,
আচ্ছা কেমন মানুষ তুমি, কেমন মানুষ!
ভাল মানুষের প্রেমও চাওনা...