কথা নাকি ছিলো শিশিরে না ভেজার!
কই কোনদিন বলোনি তো !
অনেকের সাধ থাকে শিশির হবার।
তবে আর আমাদের দেখা হবে না?
তবে আর রুপ ছোঁয়া, হলো না আমার!

জলকণ্যা অথৈ জলেই শুনেছি নাকি বাচেঁ?
ক'ফোঁটা শিশির হয়ে ঝরে, সেরকম জল
হতে আর পারলাম কই?
তুমি কেন অন্য কোন জলে?
কেন তুমি অন্য রকম জল?
২১/০২/২০২২