কান্ত কেন শান্ত হয়ে চুপ করে আজ রবে?
প্রশ্ন কেন,"সবার মুখ-ই অমর কবে হবে?"
“ অমর ” কোন রঙ মাখা ফুল নয়তো,
আবার কোনো জগত এলে, সেই জগতে
জীবন পেলে, অমর হবো হয়তো!
একটা জীবন পেতে, হাজার জীবন হারিয়ে যাবার পর,
তবে এমন কঠিন কিছু বুঝতে পারা যায়।
জীবন এমন রঙশালা, সব রসিকের জীবন পেতে নাই!
জীবন কোনো তুচ্ছ খেলা নয় গো।
আমার জীবন তোমার জীবন মিলে, এক ইতিহাস;
সময় লেখা হয় গো।
একটা সময় পেরিয়ে এসে মনেও হতে পারে,
সফেদ শাড়ীর একটু দাগে গুটিয়ে যাবার আগে;
কখন রবি ঘুমিয়ে গেছে টেরটি তুমি পাওনি,
অমর হবার নেশায় তুমি অমর হতেই চাওনি।
১০/০৩/২০২২