অচেনা যে বুনোফুল– ফুটে আছে দেয়ালের ভাঁজে,
সে দেয়াল
আজো কোনো ব্যাক্তিক বকুলতলা নয়... এমন যে
অচ্ছুৎ, "দেয়ালিকা বুনোফুল"– তাকে আজ
ঘাসফুলে সাজাবার তাড়া আছে।

এখনো কি তুমি গহন বনের বুনোফুল আছো?
নাকি নাকফুলে–
কোন এক অচেনা আপন আজ– ঘ্রাণ হয়ে ভাসে?
নুয়ে গেছো প্রণয়ের ভারে?
জানিয়ো...
প্রিয় বুনোফুল,
তোমাকেও জ্বালাবো না আর; তেমন হলে।

স্বল্পায়ু ঘাসফুল একবারই হাসে।
"ঘাসফুলটিও" লাল মরিচের মতো "ধেনো গন্ধ"
গায়ে মেখে বাঁচে–গন্ধটা "প্রিয়" নাও হতে পারে।

০৫/০৪/২০২২