কোন এক শুভদিনে,
আকাশ রঙা শাড়ীটায়
সকালের মিঠেকড়া রোদ্দুর হয়ে এসো।
বহুদিনের রোদ্রস্নান বাকি রয়ে গেছে,
তুমিও কখনো পাটভাঙা শাড়িতে
নবীন রুপের ঝলক দিয়ে যেও,
আমার সাদাটে চোখ
তোমার ছটায় একটু নীলাভ হোক।
না হয় চেয়েই নিলাম মুগ্ধতার অভিশাপ,
না হয় ঝলসে দেবে অসহ্য উত্তাপ,
কেবল প্রেমোন্মাদ বলে।
অনেকেই তো বিচক্ষণ নয়,
কেউ কেউ আমারই মত,
অসময়ে ঘুমাতে যায়।