ছুটেই চলেছে সময়ের ট্রেন; তাল মেলাতে কষ্ট হলেও,
থামবে না টাইম মেশিন। বরাদ্দ টাইম মেশিন, এখানে
আমার জন্য তাঁর আছে; মোটামুটি ধরণের ভ্রমণের প্লান।
যেন কেউ বলতে না পারেন,
এমনকি খোদ রবি ঠাকুরও নন;
"দেখা হয় নাই চক্ষু মেলিয়া।"
এমন ঊড়নচন্ডীর কীইবা ভবিষ্যৎ?
চলছে জীবন যাচ্ছে সময় ........আচ্ছা তবে আসি।
পড়লে মনে জেনো, স্মৃতির পাতা হয় না কভু বাসি।
না হলেও সুখের, কি দুখের গল্প শোনার সুহৃদ; চলছে।
দিব্ব্যি পাশ কাটিয়ে জীবন্ত তিক্ত অনুভুতি,
বলতে পারছি; "এই বেশ ভালো আছি।"
আবার অন্ন-বস্ত্র অন্বেষী হবো আগামীকাল।
কে আমার খাটিয়া কাঁধে শ্মশানঘাটে আসবে!
হুতাশে চিন্তিত নই মোটে।
হয়তো আমি পায়ে হেঁটেই যাবো।
০৬.০৩.২০২২