ছোট সুখ জমে জমে পর্বত প্রমাণ!
আমার বুকেতে ছুঁড়ে দিন; ব্যাথা পাবো না।
ছুঁড়ে দিন
অল্প-স্বল্প  একটু-একটু  অবসাদ নয়,
আশাবাদ…

প্রিয় আশাবাদ,
কষ্টেসৃষ্টে তোমাকে পাওয়া; কোনোমতে -
গল্পবাজ আমি; তোমার রুপকথা সযত্নে শোনাই।
বিশ্বাস করুন,
আশাবাদী-বাস্তবটা রূপে-গুনে একদিন মিলবেই,
আমাদের হবে।

আমি যদি নাও থাকি, সোনামনিদের বলবেন,
রুপকথা নামের রাজ্যটা স্বপ্নের মতো, হতে পারে,
রুপকথা রুপক, রুপক অলিক নয়; রুপক-
স্বপ্নের কথা বলে,
স্বপ্নের কথা বলা রুপকথা;  মিথ্যা বলে না।

বলবেন, মূল্যবান মননে-
স্বপ্নের কথা বলা স্বপ্নবাজ আমি; মিথ্যা বলি না ।

বিদায় নেবো; হয়তো স্বসম্মানে নয়, তবুও
হয়ে গেলে পার অনেক স্বর্ণযুগ; বলবেন
বেশ কিছু শুভ শুভ স্মারক রেখে-
যেতে চাওয়া তোমাদের সোনামণি কাকু
তোমাদের ভালোবেসে সোনামণি-সোনামুখে,
রেখে যেতে চেয়েছিলো; রুপকের রুপ।

মন বলছে মনের কথা, বিশ্বাস করুন,
বিশ্বাস করুন; রুপক-রুপকথা,
ঠকবেন না।

১১.০৩.২০২২