অন্ধকারের আলো,  তোমাকে ভালোবাসার
দায় ছিলো কারো, ছিলো মাৎস্যন্যায়। এমন যে কালো
যদি তাকে বাসে ভালো কেউ, কিসে হলো অন্যায়?
এঁকে দিয়ে বুকে পিঠে চাবুকের দাগ,
কেন তাকে ফিরালে রিক্ত হাতে?
কেন তার হাত ভরে দিলে রক্ত সোহাগ?
এমন প্রভাতে কে খালি হাতে ফেরে?
যে ফেরে সে হতাশ ফকির, এমন তো কথা ছিল না।

দিন দুপুরের ডাকাত তুমি, রাত দুপুরে কি চাও?
যম পুকুরেই বিরান ভূমি, সাত সাগরে কি পাও?
ম'লেও আকাশ অমন মেঘ ছোঁবে না।

জল ভালো থাক, জল ভালো থাক শান্ত নদীর বুকে।
সাগর জলের হাঙর ফিরুক রক্ত শুঁকে শুঁকে।
অমন জলেও সাতটা সাঁতার তার কাছে আজ মন্দ না!
একটা সাঁতার তোমার জলে?
সাঁতার কেন দেবে? অন্ধ না, অন্ধ না!
তোমার সাথে তার, সাত জনমের দ্বন্দ্ব, নাহ্!
যদি আর কটা ঢেউ উঠলে করে, হাঙর হাঙর বন্দনা,
মন্দ বলো না।

শান্ত জলে হাঙর ফেরে ফিরুক, শান্ত জলে হাঁসের খেলা,
চাইছে না যে, কোন সে বেয়াক্কেল!
এমন তো কথা ছিল না।
ম'লেও আকাশ অমন মেঘ ছোঁবে না।
ভোজন রসিক নয় আলু পটলের দিন, উচ্ছের দাম বাড়ে।
মধুমেহ রোগে মধুবন মূল্যহীন।
প্রাজ্ঞজন দয়া করে কোন কথা বলবেন না।
১৭/০২/২০২২