যক্ষের জন্য মুক্তি নয় মেঘ পৌঁছে দিও, মেঘ
প্রেমদূত হবে।
নিয়মিত পদ্ম সরোবর হতে শতপদ্ম তুলে
অনুগত পুরোহিত দিয়েছেন দেবতার পায়,
দেবতা কি সত্যি রুষ্ট ছিলেন, একদিন একটি পুষ্প
তিনি কম পেলেন বলে?
অথচ যক্ষীর প্রেমিক হবার দায়ে, একটি ফুল সেই
পদ্মীনি কন্যা কি পেতে পারে না?
কেন আপনি মনে করেন ছিটেফোঁটা মধু পিঁপড়ে খেলেই
জাত যায়।
আপনি তো দৈনিকই নৈবেদ্য ভিক্ষা পান।
এইসকল কালিদাসের চোখে দ্রোহ বৈ কেন প্রেম নেই,
আপনিই বলুন প্রিয় পুরোহিত।
০৫/০২/২০২২