দুঃখিত, মুখোমুখি প্রেমের গল্প শোনাতে, পারছিনা।
এখন মুখোমুখি শুধুই ডাল-ভাত ..
ভুলে গেছি অন্তরঙ্গ সংলাপ।
কেবল জীবনের জন্য হে আমার ছেঁড়া ফাটা প্রেম
জেনে নাও, "জীবন যখন যেমন"।
ভালবাসার কেবল "রোটি,কাপড়া,মাকান"।
মানুষকে ভালবাসে পাগলে!
কারও কারও স্বপ্ন থাকে নীড় বলে কিছু থাকে
শুনেছি ফেরবার তাড়াও নাকি থাকে!
সকালের নরম রোদ সেই যে নিয়ে গেল যাকে,
গোধুলীর লালচে আভায়, তাকে...
ফেরার তাগিদ দিল না মন!
প্রিয়জন জানে,কতক্ষণ হয়নিতো ফিরে দেখা!
কেউ কেউ আজীবন প্রিয়জন খোঁজে, কেউ কেউ নীড়।
অতএব হৃদয়ের যত্ন নিন।

হৃদয়ে জমানো স্বপ্নগুলো কখনই চাপা থাকে না
যদিও স্বপ্ন এখন ক্ষতিকর ব্যাকটেরিয়া।
কি সুখ পেলাম নারীর কোলে এই নিয়ে হয় পদ্য!
বাধ্যগত সন্তানেদের মাংস এবং মদ্য!
কি এমন দোষ দেখেছো গুনগুলোকে পাওনা খুঁজে?
অন্ধকারেও বন্ধ দুচোখ আজও কেন রইলে বুঁজে?
সুরাগৃহে চাইলে সুধা পারবে কি কেউ তোমায় দিতে?
নিত্য আমি সুখ খুঁজে নিই সবার বলা মন্দ ছিঃতে।
জ্যান্ত কিছু অন্ত হলে, খুব চাওয়াতে পড়লে বাজ,
মনে মনে শ্মশান জ্বলে সান্ত্বনাতে হয়না কাজ।
তোমার যাতে গাত্রজ্বালা অন্যের তা অক্সিজেন,
এমন কোন বাণ মেরোনা সাঙ্গ হয় যোগক্ষেম।
সমাপ্তিরও আছে আজন্ম ঋন,
অতএব হৃদয়ের যত্ন নিন।

হৃদয় তুমি কি বলতে পার,
প্রভাতের চোখে জল সেকি দুঃখে  কেবল!
সুখের মুগ্ধতা, সৌকর্যের মোহ অথবা দৃষ্টির দ্রোহ,
সুখের ক্লান্তি হয়তো অনুপস্থিত সেও,
এমত সময়ের স্রোতে,
অতি অসাধারণ আন্তরিক কোন চোখ চেয়ে,
যদি প্রভাতের চোখ ভড়ে জল এসে যায়।
ভুল বুঝো না।
পাছে  চলে যেতে বলে সাড়সের ডানা।
অজেয় বিদায় না মানে মানা।
অথবা প্রভাতী রাগ আর না বাজে।
একপাক্ষিক বিদায় মেনে নিতে নিতে,
প্রভাতেই জোড়াচোখ যদি ভাসে বন্যায়,
ভুল বুঝো না।
তার চেয়ে ঢের ভাল,এসো বসে কিছুক্ষণ,
আচম্বিত সুখ স্বপ্ন দেখি হোক তা ক্ষনস্থায়ী।
তোমাদের পাশে বসে, যদি বলি সুখের অসুখ।
ভুল বোঝা ঠিক হবে না।
জেনো তাকে ভুল বোঝা মানা।
এখানেই সাদা সাড়সের ভাঙে ডানা।
সাদা সাড়স আর সাদা থাকেনা।
অতএব হৃদয়ের যত্ন নিন।