রকমারি চশমার গল্প বলছি, হরেক রকম চশমা আছে...
সাদাটে চশমা,
রঙ্গিন চশমা,
টিনের চশমা।
পাওয়ারলেস সাদা চশমায় ধুলো-বালি আটকায় শুধু,
চশমাটা সানগ্লাস হলে আটকায় অতিবেগুনী রশ্মিও ।
রঙ্গিন চশমার রঙিলা দুনিয়া,
টিনের চশমায় দেখিনা কিছুই।
মুলতঃ, চোখের দোষে,
চোখ খুললে যায় না দেখা, বুঁজলে দেখি চমৎকার।
এসবের উর্ধ্বে, খালি চোখে পরিষ্কার না দেখতে পেলে,
আসুন চশমাতে মাইক্রোস্কোপ লাগিয়ে ভাইরাস দেখি।
২৮/০২/২০২২