"এ্যাই, কে আছিস,
নিয়ে আয় এক ছিঁটে সোনা।
ছু'মন্তরে কিনে ফেলি সোনার পৃথিবীখানা ।
সস্তায় চিলতে সোহাগে কিনবো ওকে।"

" হঅ-ট যাআ বেয়াকুফ বে আদব ...
সস্তার সং, সাজানো, অতোটা সস্তা না।"